সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সত্য ও সুন্দরের পক্ষে’ এই স্লোগান নিয়ে দৈনিক আজকের সুনামগঞ্জ অনলাইন ভার্সনের উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সামছুল কাদের মিসবাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্সনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, নয়াদিগন্তের জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ ও দৈনিক বিজয়ের কণ্ঠর জেলা প্রতিনিধি আব্দুল শহীদ প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, হাওর বেষ্টিত সুনামগঞ্জ একটি অপার সম্ভাবনাময় জেলা। এই জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও তা রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে আগে তেমন একটা উদ্যোগ ছিল না; কিন্তু বর্তমানে এই জেলা থেকে ৭টি দৈনিক নিয়মিত প্রকাশিত হওয়ায় সম্ভাবনাময় জেলার অনেক সমস্যা ও সম্ভাবনা সরকার ও প্রশাসনের দৃষ্টিতে আসার ফলে অনেক উন্নয়ন সম্ভব হচ্ছে।
এই জেলার সমস্যাগুলো আরো ব্যাপকভাবে পত্রিকার পাতায় তুলে ধরতে তিনি সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।
Leave a Reply