হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির বলেছেন, আজকে যারা শিক্ষার্থী তারাই জাতির ভবিষ্যৎ। আওয়ামী লীগ সরকার তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে তাদের পাঠদান করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশে নেতৃত্ব দেবে।
সাংসদ মঙ্গলবার সকালে লাখাই উপজেলার করাব ইউনিয়নে নিজের প্রতিষ্ঠিত অ্যাডভোকেট মো আবু জাহির কলেজে ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে বিনামূলে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারতলা ভবস নির্মাণ ও ডিগ্রি কোর্স চালুর আশ্বাস দেন।
অ্যাডভোকেট মো আবু জাহির কলেজের অধ্যক্ষ মো রফিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ।
Leave a Reply