নিজস্ব প্রতিবেদক : ‘গ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার মিলনস্থল আছিরগঞ্জ এলাকায় আছিরগঞ্জ গণপাঠাগারের যাত্রা শুরু হলো।
বুধবার বিকেলে আছিরগঞ্জ বাজারে প্রধান অতিথি হিসেবে এই গণপাঠাগারের উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কবি আতাউর রহমান আফতাব। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশতাক আহমদ ও বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ। জহিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এনামুল কবীর, আছিরগঞ্জ গণপাঠাগার আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ, অর্থ সচিব আবু সালেহ মো. ইউসুফ, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লবিবুর রহমান, আছিরগঞ্জ বাজারের ব্যবসায়ী নিয়াজ মাহবুব, কবি এস এম সেবুল, আছিরগঞ্জ গণপাঠাগার আহায়ক কমিটির সদস্য আবু তাহের মোহাম্মদ ইয়াহইয়া, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যুলহাসনাইন ওমর ফুরকানী, সাংবাদিক কামরান আহমদ ও মাওলানা আব্দুল বাসিত আল হাসান।
Leave a Reply