সিলেটের বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জে আজ সোমবার, ২৩ জানুয়ারি ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হবে।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি, ডেইলি নিউএজ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মাজুমদার।
গত বছরের ৫ নভেম্বর এই পরীক্ষা আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষানুরাগী কামরুল আলম দুলালের পিতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে প্রতিষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply