সিলেটের বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার সকালে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সিলেট প্রতিদিনটোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক এনামুল কবীর, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মাজুমদার, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এবং আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া বেগম, রাকিব আহমদ ও যুব সংগঠক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জয়নাল উদ্দিন, সমাজসেবক বুরহান উদ্দিন, পৃষ্ঠপোষকের ইতালি প্রবাসী ভাই জামাল উদ্দিন ও খুরশেদ আলমসহ আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply