সিলেটে জিন্দাবাজার শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মহানগরীর মিতালী ম্যানশনের একাংশের স্বত্বাধিকারী মো আঙ্গুর মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মানিক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক নকশী বাংলা সম্পাদক সালেহ আহমদ হোসাইন, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি ও উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক আলম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সংগঠক আসাদুজ্জামান আসাদ, মরহুমের ছেলে মতিউর রহমান কয়েছ, সমাজসেবী তারেক আহমদ, রুহুল আমীন, মাহবুব আলম, আব্দুল খালিক, সৈয়দ মোস্তফা আহমদ, মো আমিন উদ্দিন, জুবের আহমদ, মিজানুর রহমান ও জহিরুল ইসলাম।
পরে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
Leave a Reply