আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ৩টি গ্রামের ২৮১টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ আওতায় বুধবার সকালে উপজেলার বাগধা, খাজুরিয়া ও চাঁদত্রিশিরা সহ ৩টি গ্রামের ২৮১টি পরিবারে মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।
পরে বাগধা আলিম মাদরাসা মাঠে বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা আ রইচ সেরনিয়াবাত, পল্লী বিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম রঙ্গলাল কর্মকার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সালেহ মো লিটন সেরনিয়াবাত প্রমুখ।
Leave a Reply