আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নন এমপিও খাজুরিয়া মহিলা দাখিল মাদরাাসাকে এমপিওভুক্ত করার দাবিতে মাদরাসার সামনের রাস্তায় মানবন্ধন করেন শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বজলুল হক মন্টু, পিটিএ কমিটির সভাপতি আ কাদের মিয়া, মাদরাসা সুপার আ হাকিম প্রমুখ।
অনুরূপ কর্মসূচি পালন করেছেন নন এমপিও জল্লা আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ও কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড বিনয় ভূষণ রায় সহ অন্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
Leave a Reply