আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা, সরকারি কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া ও অবসর গ্রহণের ১ বছরের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রী, মোজাম্মেল হক হাওলাদার, নির্মলেন্দু বাড়ৈ, অনিল চন্দ্র কর, তমাল বিশ্বাস, প্রণব বৈদ্য, শৈলেশ তপাদার, সুশান্ত মজুমদার, লিপি বেগম প্রমুখ।
পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপরোক্ত দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply