আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশাল জেলা পরিষদে নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করতে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার (২২শে নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হবে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস জানান, জেলা পরিষদ নির্বাচনে দলীয় ১৫ জন ওয়ার্ড সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্ধারণের জন্য এই বিশেষ বর্ধিত সভা উপজেলার সেরালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে অনুষ্ঠিত হবে।
বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ
বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply