আগৈলঝাড়া প্রতিনিধি : প্রতিবন্ধীতা উন্নয়নে নানমুখী কর্মসূচি পরিচালনার ধারাবাহিকতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৩ মাসব্যাপী প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ শুরু এবং সহায়ক উপকরণ ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তাকির সালমন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো গিয়াস উদ্দিন মোল্লা, সংগঠনের সহ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার।
প্রশিক্ষণে আর্থিক সহায়তা করছে দাতা সংস্থা মিজারিয়র জার্মানি।
Leave a Reply