নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার পুরাতন পদ্ধতিতে ৯ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকলরি দিয়ে কৈলাশটিলা থেকে পেট্রল সংগ্রহ অব্যাহত রাখতে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন।
সোমবার দুপুরে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা শেষে তিনি এ নির্দেশ দেন বলে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট শাখার সভাপতি হুমায়ুন আহমদ ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তা, সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ, তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো প্রধানগণ এবং পেট্রলপাম্প মালিক, ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করেন, আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে ১৩ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকলরি দিয়ে পেট্রল পরিবহণ সংক্রান্ত বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের নির্দেশের জের ধরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার নিরসন হবে।
Leave a Reply