নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ভাটাবাজার এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শুক্রবার দিনগত মধ্যরাতে ট্রাভেলস ব্যবসায়ী রাজু আহমদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
গৃহকর্তা রাজু আহমদ জানান, ডাকাতদল পরিকল্পিতভাবে আগেই অচেতন করার কিছু খাবারে মিশিয়ে পরিবারের পাঁচ সদস্যকে খাইয়ে অচেতন করে ঘরে ঢুকে নির্বিঘ্নে ডাকাতি করে চলে যায়। শনিবার সকালে প্রতিবেশীদের ডাকে তিনি ঘুম থেকে উঠে ডাকাতির ঘটনা বুঝতে পারেন।
পরে রাজু আহমদসহ পরিবারের পাঁচ সদস্যকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন রাজু আহমদ জানান, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
Leave a Reply