বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ পুলিশ অনুভব করছে না।
তিনি আরও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করবে। একটি পেশাদার বাহিনী হিসেবে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে।
আইজিপি বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
তিনি আরও বলেন, এক সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল। পুলিশ এ সবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বঙ্গবন্ধু প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, অতীতে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তোলে ধরতে সারাদেশে পুলিশ দপ্তরে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের কাজ চলমান রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ-এসএমপির কমিশনার ইলিয়াস শরীফ ও হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
আইজিপি পরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
Leave a Reply