সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের ব্যাপক লুটপাটের কারণে দেশ এখন গভীর সংকটে। দ্রব্যমূল্যের কারণে দেশের মানুষ দিশেহারা। আওয়ামী লীগের দুঃশাসনে দেশে চলমান অস্থিতিশীলতার বিরুদ্ধে আগামী ২২ আগস্ট থেকে কেন্দ্রীয় বিএনপির লাগাতার কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির সঙ্গে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তা বলেন, দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে শুরু করেছে। আঁধার যত গভীর হয় ভোর হয় তত নিকটবর্তী। আওয়ামী লীগের দিন শেষ হয়ে যাচ্ছে। সময় আর বেশি বাকি নেই। নিরবচ্ছিন্ন আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, হাজী আসাদ, এম শহিদ পংকি, লোকমান আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply