উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাকে আগামী জুন মাসের মধ্যে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
রবিবার বিকেলে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, কৃষি কর্মকর্তা মাকসুদ আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন ও প্রকৌশলী সাব্বির আহমেদ। এছাড়া ভূমি অফিসের তহশিলদারগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপজেলার ভূমিহীন অনেক মানুষকে ইতোমধ্যে জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। অব্যাহত রয়েছে প্রকল্পের কাজ। খুব শীঘ্রই অসম্পন্ন কাজ সম্পন্ন করে আগামী জুন মাসের মধ্যে নবীগঞ্জ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
এ ব্যাপারে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply