বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
শনিবার, ২৬ আগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট স্মরণে শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পুতুল নাচের আন্দোলন চলছে। খালেদা জিয়া ও তারেক জিয়া দণ্ডিত আসামি। তাদের কখনও নির্বাচনে আসার সুযোগ নেই। তাই তারা কোনদিন কাউকে নির্বাচনে আসতে দিবেনা।
তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপিকে প্রতিরোধ করার আহবান জানান।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, পুলিশ সুপার মো মনজুর রহমান পিপিএম (বার), পৌরমেয়র মো ফজলুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো কামাল হোসেন।
আলোচনা পর্ব শেষে ৪০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার টাকা করে সর্বমোট ১৪ লাখ টাকা, সেলাই মেশিন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply