নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আগামীদিনেও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
বুধবার দুপুরে মহানগরীর দরগামহল্লায় একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, তার বর্তমান রাজনৈতিক অবস্থানে পৌঁছতে সিলেটের সাংবাদিকসমাজ তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
শফিউল আলম চৌধুরী নাদেল এ সময় তার রাজনৈতিক ক্রমবিকাশ তুলে ধরে বলেন, অনেক বাঁধা তাকে পার হতে হয়েছে। তবে আল্লাহর রহমত ছিল। ছিল দলীয় প্রধান শেখ হাসিনার সুদৃষ্টি। তাই তিনি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের গুরুপূর্ণ একটি পদে অধিষ্ঠিত হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার সাংগঠনিক এলাকা ময়মনসিংহ বিভাগে দলের অভিজ্ঞ প্রবীণ নেতাদের আদেশ-উপদেশ ও নবীন নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
শফিউল আলম চৌধুরী নাদেল খোলামেলাভাবে বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গ্রুপিং রাজনীতি না করার নির্দেশ দিয়েছেন।
এসময় সাংবাদিকরাও বক্তব্য রাখেন।
Leave a Reply