মৌলভীবাজার প্রতিনিধি : আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ করে মৌলভীবাজার জেলা ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন, কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। এ সময় দেশ-বিদেশের লাখো মুসল্লির ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে ইজতেমা মাঠে ভাবগম্ভীর পরিবেশ জেগে উঠে।
এদিকে শুক্রবার রাতে দু জন মুসল্লি মারা যান। শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।
Leave a Reply