হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১২টা ৩৫ মিনিটে। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন, কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মুরুবি আল্লামা মুহাম্মদ হোসাইন। সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এবং পৌর মেয়র জি কে গউছ সহ প্রশাসনের কর্মকর্তারা তাতে শরিক হন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। প্রায় ২ লাখ মুসল্লির সমাগম ঘটে। ফলে এলাকার কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।
সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর মাঠে ৪ জানুয়ারি এ ইজতেমা শুরু হয়।
Leave a Reply