নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বলেছেন, তরুণ ও যুবকরা দেশ ও জাতির ভবিষ্যৎ। ভাল কাজের মাধ্যমে তারাই সমাজকে এগিয়ে নিতে পারে।
শুক্রবার দুপুরে মহানগরীর আখালিয়ার বড়বাড়িতে হেল্প ফর পিপলস যুব সংগঠনের উদ্যোগে ও বীর হিরো মানবিক টিমের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী এবং দৈনিক সংবাদ ও কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী। আয়োজক সংগঠনের সধারণ সম্পাদক আলী জেসনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ নাসির, এলাকার বিশিষ্ট মুরব্বি কনা মিয়া, টুকেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য তারেক মিয়া বাবুল, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈমুর রাজা এবং আখালিয়া নতুনবাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক একরাম হোসেন।
আরো উপস্থিত ছিলেন, যমুনা টিভির সাংবাদিক মাইদুল রাসেল, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, এটিএন নিউজের ক্যামেরাপার্সন অনিল পাল, চিত্র সাংবাদিক কৃতিশ তালুকদার, শহিদুল ইসলাম সবুজ ও আশরাফ উল্লাহ ইমন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে অংশ নেন, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা আজিম আহমেদ, ডা সুজন চন্দ্র পাল, ডা অভি পাল, ডা শফিকুল ইসলাম শাহরিয়ার, বীর হিরো মানবিক টিমের সদস্য এসএমপির মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক সফি আহমদ, মেডিক্যাল টেকনোলজিস্ট সুমির চন্দ্র দেব, জামিল আহমদ, মুহিবুর রহমান সুয়েব, আকলিমা আক্তার আসফিয়া ও রাবেয়া সুলতানা।
Leave a Reply