বিশিষ্ট লেখক ড মঞ্জুশ্রী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আকিলপুর ড মঞ্জুশ্রী একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান কবি সুমন বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক। প্রধান বক্তা ছিলেন, লেখক হৃষীকেশ রায় শংকর। প্রভাষক মিহির মোহনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি বিমান তালুকদার, গীতিকার আলাউদ্দিন ও শিল্পী লাল শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুব সংগঠক সালাহউদ্দিন নীল, মুহিবুর রহমান ও জাকির আহমেদ।
বক্তারা এলাকায় ড মঞ্জুশ্রী চৌধুরীর নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৪ জনকে শিক্ষা উপকরণ ও প্রাইজ মানি দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply