শারদীয় দুর্গাপূজায় আনন্দ বাড়িয়ে দিতে এপার ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ সেন ও নুসরাত জাহান ‘শারদীয়া মা’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।
নুসরাত জাহানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সোহেল রাজ। সম্প্রতি ডেমরার বাউলিয়া মন্দিরে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্মন্ন হয়। এতে মডেল হিসেবে কাজ করেছেন, আদর খান ও নুসরাত জাহান। পরিচালনা করেছেন, মনির আহমেদ খান ।
পরিচালক মনির আহমেদ খান গানটি সম্পর্কে বলেন, গানটি অন্যান্য পূজার গানের চেয়ে সম্পূর্ণ আলাদা। ভিডিওটিতে গানের কথার সাথে সামঞ্জস্য রেখে শুটিং করা হয়েছে। আশাকরি গান ও ভিডিও এই পূজায় ভিন্নমাত্রা যোগ করবে।
উলেখ্য, ভিডিওটি শেখর মাল্টিমিডিয়ার চ্যানেলে সোমবার দুপুর ১২টায় প্রকাশিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply