নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর মামলায় এক বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের মামলায় সারাদেশে আহুত আকস্মিক পরিবহণ ধর্মঘটে সিলেটে যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েছেন।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা পর্যটকরা। অনেকরই মঙ্গলবার ফিরে যাবার কথা ছিল; কিন্তু সকালে বিভিন্ন বাস টার্মিনালে এসে ধর্মঘটের কথা জানতে পেরে চরম অনিশ্চয়তায় ভুগছেন। বিকল্প উপায়ও খুঁজে পাচ্ছেননা। সিলেটে ট্রেনের টিকেট সংকট লেগেই থাকে। উপস্থিত সময়ে পাবার সম্ভাবনা থাকেনা বললেই চলে।
আলাপ করে জানা গেছে, পরিবহণ শ্রমিকদের অনেকেও ধর্মঘটের কথা জানতেন না। নির্ধারিত ট্রিপে যাবার প্রস্তুতি নিয়ে এসে বিষয়টি জানতে পারেন।
Leave a Reply