হবিগঞ্জ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শক্ত হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের দমন করছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হয় সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে করছে; কিন্তু একটি গোষ্ঠী করছে দেশবিরোধী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সফল হবে না।
প্রতিমন্ত্রী ভবিষ্যতে হবিগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত বলেন।
জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান, জেলা পরিষদের প্রশাসক ডা মুশফিক হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম।
Leave a Reply