দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে। মোগলাবাজার-ঢাকাদক্ষিণ সড়ক চৌধুরীবাজার থেকে সপ্রসারণ করা হবে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে দৌলতপুর-পানিগাঁও রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রম সম্পাদক পংকি মিয়া, সদস্য আমিনুল ইসলাম ওয়েস, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা সিরাজুল ইসলাম সাইস্তা, মাওলানা মিজানুর রহমান, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, আব্দুল মালিক, সাইস্তাহুল হক, কবির আহমদ, শফিকুর রহমান, কয়েস আহমদ, বাবুল আহমদ, জামাল উদ্দিন, নূরুল ইসলাম, যুবলীগ নেতা আহসান হাবিব জাবেদ, মনসুর আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ আহমদ চৌধুরী, নাহিদ আহমদ প্রমুখ।
Leave a Reply