নিজস্ব প্রতিবেদক : সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণ সাধনে সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। প্রতিবছর বিনামূল্যে দেওয়া হচ্ছে কৃষি সরঞ্জাম, সার, কীটনাশক ও বীজ। এমনকি ১০ টাকার হিসাব খুলে বিনা জামানতে ঋণও দেওয়া হচ্ছে।
রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর কৃষক লীগের বর্ধিত সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর কৃষক লীগের সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দেওয়ান জয়নুল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো জহির উদ্দিন লিমন ও সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
Leave a Reply