হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ মাসির বাড়ির পিসিদের দায়িত্বে দেশের ক্ষমতায় থাকতে চায়। তবে কথাটি তাদের পররাষ্ট্রমন্ত্রী ফাঁস করে দিয়েছেন। কারণ তারা দেশের মানুষের ভোটে বিশ্বাসী নয়।
তিনি আরও বলেছেন, ‘অগণতান্ত্রিক সরকার জোর করে আমাদের ঘাড়ের উপর বসে আছে। তাদেরকে নামাতেই হবে। নামাতে না পারলে আমাদের ঘাড় নিচু হয়ে যাবে। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।’
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শায়েরস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা, জেলা যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল ইসলাম ও এনামুল হক।
Leave a Reply