নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন ।
সোমবার এই পৌরসভার স্থগিত কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
আব্দুস শুকুর সর্বমোট পেয়েছেন ৫ হাজার ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু নাসের পিন্টু পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট।
২৫ এপ্রিল অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে এই কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও জাল ভোট প্রদানের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
Leave a Reply