সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আলী মুর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজুদ্দিন পলাশ ও খসরু ওয়াহিদ চৌধুরী।
Leave a Reply