সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দিরাই শাল্লা সম্প্রীতি পরিষদের উপদেষ্টা মহিম দাসের মৃত্যুতে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেমুসাস সাহিত্য কক্ষে দিরাই শাল্লা সম্প্রীতি পরিষদ এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি অঞ্জলিপ্রভা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, দিরাই শাল্লা সম্প্রীতি পরিষদের সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ। অধ্যাপক প্রাণকান্ত দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা উপন্দ্রে তালুকদার, বীরেন্দ্র চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সুধীর দাস, মহিউদ্দিন আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী ও আবুল কাশেম।
Leave a Reply