নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সিলেট জেলা কৃষি বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত আর নেই।
শনিবার সকাল ৬টায় মহানগরীর আগপাড়ায় নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
বাদ জোহর আগপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়িতে। সেখানে আছরের নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
Leave a Reply