নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে আইন নেই, সুশাসন নেই, মানুষের বাক স্বাধীনতা নেই। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বর্বরোচিত হামলা করছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। সরকার লুটপাট করে, দুর্নীতি করে যে অর্থনৈতিক অচল অবস্থা সৃষ্টি করেছে সেটা আর সচল করা সম্ভব নয়।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে মারমুখী হয়ে উঠেছে। দেশকে এই সংকট থেকে রক্ষা করতে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
রবিবার বিকেলে সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকায় রাজধানী ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের বাড়িতে হামলার প্রতিবাদে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকালে যাতে প্রতিবাদ কর্মসূচি না হয় সেজন্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদককে রাতের আঁধারে বাড়ির দরজা ভেঙ্গে র্যাব তুলে নিয়ে যাওয়ার পর দিনভর নাটকীয়তা শেষে তাকে ভূয়া মামলায় আদালতে সমর্পন করেছে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। সরকার যখন পুলিশকে ব্যবহার করে তখন মানবাধিকার লঙ্ঘন করে। বাংলাদেশ থেকে চিরকালের জন্য সহিংসতা বন্ধ করার একটি মাত্র পথ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও চালু করা। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য, এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। ইনশাআল্লাহ অচিরেই বাকশালীদের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মামুন, মাহবুবুল হক চৌধুরী, সাহাব উদ্দিন, আবুল কাসেম, এ কে এম তারেক কালাম, কামরুল হাসান শাহিন, শহিদ আহমদ কোহিনূর আহমদ প্রমুখ।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply