বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। তাই দলের অভ্যন্তরীণ নেতৃত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচন করে; কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাই জনগণের গণতান্ত্রিক আন্দোলনেও হামলা চালায়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিছিল-সমাবেশে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর নবাব রোডে একটি কমিউনিটি সেন্টারে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়-সরকার ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করে রেখেছে। হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন রাজনৈতিক মামলায় হাজিরা দিচ্ছে আদালতে। অন্যদিকে আওয়ামী লীগ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর ঝুলুম ও নির্যাতন করছে।
ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে এবং মারুফ আহমদ টিপু ও আদনান ইসলাম তামিমের যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ড টিমের সদস্য মহানগর বিএনপির যুগ্মআহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু ও সদস্য মাহবুব কাদির শাহী।
সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই এ সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply