হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াাচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ, শিক্ষা. স্বাস্থ্য ও বিদ্যু সহ সর্বক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। এ সবের মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।
সোমবার বিকেলে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি আলাউদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা টিপু সুলতানের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছিত, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় দেব, মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও সুজাতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম।
এর আগে আব্দুল মজিদ খান এমপি মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, তুতিয়ার খাল পুনঃখনন ও কুশিয়ারতলা গ্রামের রাস্তার নির্মাণ কাজসহ সাড়ে ৪ কোটি টাকার ৩টি প্রকল্প উদ্বোধন করেন।
Leave a Reply