হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ কানাগলিতে হারিয়ে গেছে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে না। তারা সরকার পরিচালনার জন্য পুলিশ, র্যাব ও বিজিবি সহ সিভিল প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট খালেকুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম।
Leave a Reply