বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত। মানুষ খাবার পাচ্ছেনা, চিকিৎসা পাচ্ছেনা, আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারছে না। এমন পরিস্থিতিতে জোর করে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ ও তাদের মন্ত্রী-এমপিরা জনগণের পাশে নেই। বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা নিজেদের সব কিছু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। কারণ বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি হচ্ছে বেগম খালেদা জিয়ার দল, বিএনপি হচ্ছে তারক রহমানের দল, বিএনপি হচ্ছে জনগণের দল।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর যুগ্মআহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, আহমদ চৌধুরী শামীম, মাহবুব আলম, মোস্তাক আহমদ ও জেলা যুবদল নেতা আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করেনা, গণতন্ত্রে বিশ্বাস করেনা, বাকস্বাধীনতায় বিশ্বাস করেনা। তারা বাকশালি কায়দায় দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে সংকটে ফেলে দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই বন্যা কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সম্পূর্ণ মানবসৃষ্ট। দীর্ঘ দিন থেকে জনগণের সরকার ক্ষমতায় না থাকার কারণে সিলেট অঞ্চলের নদ-নদীগুলো খনন করা হয়নি। উল্টো সরকার দলের নেতা-পাতিনেতাদের ছত্রছায়ায় অবৈধ দখল হয়ে এসব নদী নাব্যতা হারিয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply