NATIONAL
Human chain demanding gas connection and halt to transfer of operations at Zakiganj gas well in Sylhet
সংবাদ সংক্ষেপ
জকিগঞ্জে বিয়ের গাড়ির সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত এক শিশু মারা গেছে সিলেটে ডিবির অভিযানে সাড়ে ৭ লাখ শলাকা নাসির বিড়ি সহ গ্রেফতার ১ জুড়ীতে কৃষকদের নিয়ে কৃষি অফিসের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা এমদাদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব নবীগঞ্জে এক মাদরাসা ছাত্রের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার ‘ধামাইল কন্যা’ তুষ্টি তালুকদার || গানকে নিয়েই আগামীর পথচলা তার পাথর আমদানি বন্ধ করে রিজার্ভে বিলিয়ন ডলার সাশ্রয়ের আহ্বান || ৩ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা জকিগঞ্জে বিয়ের গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত ১ আহত বর কনে ও শিশু সহ ৮ জন সিলামে বিএনপির উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেনা ২৭ বছর যাবৎ ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল স্বাদ সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা শাহপরাণ থানা পুলিশের অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার ৩ জন জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি লিটন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে প্রশাসনে স্মারকলিপি জনদাবী পরিষদের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ || বাসচালককে গ্রেফতার করেছে সেনাবাহিনী

আওয়ামী লীগ ও মন্ত্রী-এমপিরা জনগণের পাশে নেই : ডা জীবন

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত। মানুষ খাবার পাচ্ছেনা, চিকিৎসা পাচ্ছেনা, আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারছে না। এমন পরিস্থিতিতে জোর করে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ ও তাদের মন্ত্রী-এমপিরা জনগণের পাশে নেই। বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা নিজেদের সব কিছু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। কারণ বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি হচ্ছে বেগম খালেদা জিয়ার দল, বিএনপি হচ্ছে তারক রহমানের দল, বিএনপি হচ্ছে জনগণের দল।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর যুগ্মআহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, আহমদ চৌধুরী শামীম, মাহবুব আলম, মোস্তাক আহমদ ও জেলা যুবদল নেতা আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করেনা, গণতন্ত্রে বিশ্বাস করেনা, বাকস্বাধীনতায় বিশ্বাস করেনা। তারা বাকশালি কায়দায় দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে সংকটে ফেলে দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই বন্যা কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সম্পূর্ণ মানবসৃষ্ট। দীর্ঘ দিন থেকে জনগণের সরকার ক্ষমতায় না থাকার কারণে সিলেট অঞ্চলের নদ-নদীগুলো খনন করা হয়নি। উল্টো সরকার দলের নেতা-পাতিনেতাদের ছত্রছায়ায় অবৈধ দখল হয়ে এসব নদী নাব্যতা হারিয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest