সুনামগঞ্জ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে দেখার হাওরে দেশীয় প্রজাতির ২৬৬ কেজি পোণা মাছ অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, হাওরের জলাশয়গুলোর ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রায় ৪০ হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প সরকার গ্রহণ করেছে।
তিনি বলেন, সকল সম্পদের সমন্বয়ে উন্নয়ন সাধনে সরকার বদ্ধপরিকর। তাই সরকারের ধারাবহিকতার প্রয়োজন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারি কর্মকর্তা অশোক কুমার দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সমিরণ কুমার সাহা, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইফতেখার হোসেন, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও জয়কলস ইউনিয়ন চেয়ারম্যাম মাসুদ মিয়া।
Leave a Reply