নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে।
রবিবার সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগরীর দরগা গেটে শহীদ সুলেমান হলে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আইনের শাসন নেই। সরকার মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে। ভেঙ্গে দিয়েছে নির্বাচন ব্যবস্থা। প্রত্যেক জায়গায় নিজের পছন্দমত লোক বসিয়েছে। নির্বাচন কমিশনেরও নিজের লোক বসিয়ে ফের ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে।
তিনি বলেন, দেশের এ অবস্থায় খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করবেন। এতে শুধু আন্দোলন নয় মানুষের প্রত্যাশা পূরণের পরিপূর্ণ দিক নির্দেশনা থাকবে।
আগামী জুন মাসে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবে বলেও তিনি জানান।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল কাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
Leave a Reply