হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। কারণ র্যাব ও পুলিশ সহ তাদের বিভিন্ন বাহিনী রয়েছে।
শনিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি আয়োজিত এক সংর্বধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির যোগ না দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কাউন্সিলে কোনদিন আওয়ামী লীগ নেতারা আসেননি তাই আমরাও তাদের সম্মেলনে যাইনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর বিকল্প নেই।
তিনি বলেন, জেল-জুলুম ও হামলা-মামলা দিয়ে বিরোধীদলকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বানিয়াচং এল আর হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্জুরুল হাসান শাহীনের সভাতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply