নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন।
এখন বাসায়ই অবস্থান করছেন তিনি। আছেন আইসোলেশনে। তার শারীরিক অবস্থা ভাল আছে।
শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ৬ দিন আগে তার শরীরে সামান্য জ্বর আসে। সাথে সাথে তিনি চিকিৎসকদের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করেন। এতে দুদিন পরেই জ্বর কমে যায়। তবু তিনি বুধবার নমুনা পরীক্ষা করতে দেন। বৃহস্পতিবার রাতে তাকে জানানো হয়, ফলাফল পজিটিভি এসেছে।
শফিউল আলম চৌধুরী নাদেল সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply