আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ।
বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমোহনা থেকে মিছিলটি বের হয়ে শহরের সেন্ট্রাল সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো মসুদ আহমদের সভাপতিত্বে ও কৃষক লীগ জেলা শাখার আহবায়ক জমসেদ আহমদের পরিচালনায় এক পথসভায় বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, রেজা আহমদ, সুজিদ দাস, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।
বক্তারা সম্মেলনের সফলতা কামনা করেন।
Leave a Reply