নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপির অবস্থান সাপ্তাহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
প্রধান দুটি রাজনৈতিক দলের পরস্পর বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম প্রথম কিছুটা উত্তাপ জাগতে দেখা গেলেও আস্তে আস্তে অনেকটা দৈনন্দিন কার্যক্রমে রূপ নিয়েছে। সাধারণ নেতা-কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনাও আগের জায়গায় নেই।
প্রথমদিকে কর্মসূচিটি ‘আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি’ বলে ’গুরুত্ব’ লাভ করলেও এখন সাধারণ শিরোনামেই প্রকাশ পাচ্ছে। ফলে নগরবাসী স্বস্তিতে আছেন।
এছাড়া কর্মসূচিটি নগর কেন্দ্রীক হয়ে পড়ায় এর থেকে প্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
এরপরও শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসোব সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগ ‘শান্তি সমাবেশ’ আহবান করেছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে দুপুর ২টায় আহুত সমাবেশে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ আশা করেছেন।
অন্যদিকে একই দিন একই সময়ে মহানগরীর ৩টি পয়েন্টে বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে মহানগর বিএনপি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগরীর মদীনা মার্কেট, যতরপুর পয়েন্ট ও শাহজালাল উপশহর এবিসি পয়েন্টে পৃথক অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
১ নম্বর জোন মদীনা মার্কেট এলাকায় ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, ২ নম্বর জোন যতরপুর পয়েন্টে (আগ্রা কমিউনিটি সেন্টার সংলগ্ন) ১০ নম্বর থেকে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও ৩ নম্বর জোন উপশহর এবিসি পয়েন্টে ১৯ নম্বর থেকে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হবে। প্রতিটি জায়গায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আহবান জানিয়েছেন।
Leave a Reply