নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মহানগরীর মির্জাজাঙ্গালে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও উপস্তিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply