প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবীর রোডে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহসভাপতি আব্দুস সালাম, মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, নেছার আলী ও তোয়াজিদুল হক তুহিন, সহদপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য আব্দুল মুতিন, সুমন আহমদ তালুকদার, আছাব আহমদ, নূরুজ্জামান, কালাম হোসেন, সেলিম আহমদ, কয়ছর আহমদ, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, লায়েক আহমদ জিকু, ছালেহ আহমদ শাহিন, দাউদপুর ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, তেতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, সিলাম ইউনিয়ন আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় শনিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ক্বিনব্রিজের দক্ষিণ মুখে মৌবন মার্কেটের সামনে জামায়েত হাওয়ার আহবান জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply