সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনসমর্থন নেই। সরকার পুরোপুরি প্রশাসন নির্ভর হয়ে পড়েছে।
শনিবার সকালে মহানগরীর রিকাবীবাজার, মধুশহীদ, মেডিকেল রোড ও বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতিতে দেশে মানবাধিকার ভুলুন্ঠিত এবং গণতন্ত্র নির্বাসিত। প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই এম ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে।
গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, বিএনপির মহানগর সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, অন্যতম নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল ও সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট।
Leave a Reply