নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যখন বলেন ‘তাকে কেউ ক্ষমতায় রাখছে চায়না’ তখন আর বুঝতে বাকি থাকে না আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। সারাদেশে মানুষ ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
তিনি আরও বলেছেন, বিএনপি জনগণের ন্যায্য দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে।তাই জনগণ সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামে বিজয়ী হবো। দেশে অতিশীঘ্রই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকার দেশের দায়িত্ব নেবে ইনশাআল্লহ।
শুক্রবার, ১৯ মে বিকেলে ‘উচ্চ আদালতের নির্দেশনায় অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ যখন আন্দোলনমুখী ঠিক তখনই আওয়ামী লীগ নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রহসন করছে। দেশের জনগণ বিভিন্ন নির্বাচন বর্জন করেছে। আগামী দুই-এক দিনের মধ্যে আরও ভালো খবর পাওয়া যাবে। নির্বাচন বর্জন করা মানে শুধুমাত্র নিজে প্রার্থী না হওয়া নয়-বর্জন মানে হলো পুরো নির্বাচন প্রক্রিয়ায় অন্য প্রার্থীর পক্ষেও কাজ না করা। বিএনপি আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। যারা দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তাদেরকে দল মনে রাখবে।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন। স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রেজিস্ট্রারি মাঠে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল; কিন্তু সরকার মাঠটি পুলিশ দিয়ে দখল করে নেয়। তবে বিএনপির নেতাকর্মীরা পুরো নগরী দখলে নিয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগের সময় শেষ। আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবেনা। যতই বাঁধা আসুক না কেন ১০ দফা দাবি বাস্তবায়ন করে এই সরকারের পতন ঘটানো হবে।
ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, এই সরকারের সময় শেষ, তাই তারা আবোলতাবোল বকছে।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন নেই। বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা রয়েছে।
স্বাগত বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, জনগণ এখন আন্দোলনের জন্য প্রস্তুত। তাই নির্বাচন বর্জন করবে।
জনসমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply