এমরান আহমদ : আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে সিলেট মহানগরীকে বর্ণিল আলোক রশ্মিতে সাজানো হয়েছে।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে ক্বিনব্রিজ পর্যন্ত আলোকসজ্জার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি টানানো হয়েছে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার। জাতীয় সম্মেলন সফলের আহবান জানিয়ে তোরণও নির্মাণ করা হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে আহবান জানিয়েছেন দলের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মতো সিলেটেও নেতা-কর্মীরা উজ্জীবিত। কাউন্সিলর ও ডেলিগেটরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের। সিলেটের গণমানুষের কাছে নতুন সম্ভাবনার খবর পৌঁছে দিতেই মহানগরীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
Leave a Reply