নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীতে টানা দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন সিলেট বিভাগের তিন প্রবীণ রাজনীতিবিদ। তারা হলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নছর।
অনদিকে কেন্দ্রীয় কার্র্যনির্বাহী কমিটিতে টানা তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। এছাড়া সভাপতিমণ্ডলীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নির্বাহী সদস্য পদে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টামণ্ডলীর ৩৩ সদস্যের নাম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার রাতে সভাপতিমণ্ডলীর সভায় দলের দলের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টামণ্ডলীর সদস্য সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন দেন ।
এছাড়াও ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট সংসদসীয় বোর্ড ও ১৯ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার/ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডে সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত স্থান পেয়েছেন।
Leave a Reply