বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম) বলেছেন, আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ঢাকা-১৭ আসনে বিরোধীদলবিহীন নির্বাচনে হিরো আলমের সঙ্গেও হেরে যাচ্ছে দেখে ভোট চলাকালীন তার উপর নগ্নভাবে হামলা করে। তারা বিএনপি তো বটেই-হিরো আলমের জনপ্রিয়তাকেও ভয় পায়।
তিনি আরও বলেছেন, সোমবারের প্রহসনের নির্বাচনে প্রমাণিত হয়েছে কোনদিনও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন বিশ্বের সকল গণতন্ত্রকামী রাষ্ট্রও বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
মঙ্গলবার, ১৮ জুলাই বিকেলে এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে গিয়ে শেষ হয়।
শাহজাহান ওমর বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরণ করেছে জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা সহ সকল মৌলিক অধিকার। দেশের সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং বিএনপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
পদযাত্রা কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মিফতা সিদ্দিকী, শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, এ কে এম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সৈয়দ মঈনুদিন সুহেল, নাজিম উদ্দিন লস্কর, গোলাম রব্বানী, নজিবুর রহমান নজিব, ইকবাল আহমদ, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ূন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, নিজাম উদ্দিন তরফদার, শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
পদযাত্রা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply